শূণ্যতার পঙক্তিমালা / মো. জয়নাল ফরাজী


কুয়াশাচ্ছন্ন শীতের শুভ্র সকালে

এক কাপ চায়ের উষ্ণতায়

মনে পড়ে তোমায় 

হে মানবী।


তুমি যখন ছিলে কাছাকাছি 

তখন কল্পনায় ভাবা তো দুষ্কর

তোমার অনুপস্থিতি ভাবায় সারাক্ষণ

হে মানবী।


তোমার হাসি মাখা মুখ আর উচ্ছ্বলতা

দোলা দিয়ে যেতো এ হৃদয়ে

যেখানে বসে আছো চুপটি করে

হে মানবী।


তোমার শূণ্যতায় অপূর্ণতার সৃষ্টি

একমাত্র তোমার বিচরণেই

যা পূরণ করা সম্ভব

হে মানবী।


তুমি তো নও কোনো শুভঙ্করের ফাঁকি

কিংবা দূরাশা বা অদৃশ্যতার ছোঁয়া

তবুও কেন অসীম দূরত্ব

হে মানবী।


তোমার ফিরে আসার মাঝে

ভালবাসায় মোড়ানো সেই দিনগুলি

অপেক্ষার প্রহর গুনছে

হে মানবী।


তুমি এলে প্রাণোচ্ছ্বল হবে 

সেই মোহময় সময় আর

দুরন্তপনায় মাখানো দিন

হে মানবী।


তারিখ: ২৫-০১-২০২৪ খ্রি.  সময়: সকাল ১১.০৫ মিনিট

 

Comments