Mona Munsi Khulna--1

নগরীর সোনাডাঙ্গার মনা মুন্সি হত্যা মামলা ৩ বছরেও কুল-কিনারা নেই
স্টাফ রিপোর্টার : নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতার মনা মুন্সি হত্যা মামলার ৩ বছর অতিবাহিত হলেও কোন কুল-কিনারা পায়নি মামলার বাদী পরিবার। অপরদিকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে আসামীরা। প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১০ সালের ১৬ অক্টোবর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে পরিকল্পিতভাবে মনা মুন্সিকে হত্যা করে আসামী কাশেম, হান্নান, আকরাম, হাসান, তাছলিসহ তাদের পরিবারের কিছু সদস্য। ওইদিন নিহতের ছেলে আলাউদ্দিন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ১৫।
সূত্র জানায়, মামলা দায়েরের প্রায় ৬ মাস পর আদালতে চার্জশীট দাখিল করা হয়। চার্জশীটে এজাহারভুক্ত আসামীদের অভিযুক্ত করা হয়। বর্তমানে মামলাটি জননিরাপত্তা  আদালতে স্যাগ্রহণ চলছে। মামলার অভিযুক্ত আসামীরা অনায়াসেই মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে। আর অভিযুক্ত আকরাম ও হাসান ওই এলাকায় জুয়া খেলা নিয়ন্ত্রন করছে। জামিনে থেকে বিভিন্ন সময় মামলা আপোষ করতে বাদী পরিবারকে হুমকি দিচ্ছে। এবিষয়ে মামলার বাদী আলাউদ্দিন মৃধা বলেন, যতই দিন যাচ্ছে মামলা ততই প্রকট ধারণ করছে। যারা সেই সময় স্যা দিয়েছিলো তারা এখন অর্থের বিনিময়ে এঘটনা অস্বীকার করছে। একজন স্বাী মারা গেছেন। আমরা চাই যত দ্রুত সম্ভব স্যাগ্রহণ শেষ হোক। জননিরাপত্তা আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আরিফ মাহমুদ লিটন বলেন, এখন স্যাগ্রহন চলছে। আশাকরি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।এদিকে মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের নেতৃবৃন্দ।

Comments