চ্যালেঞ্জে হারলেন কয়রা-পাইকগাছার এমপি নুরুল হক/জয়নাল



চ্যালেঞ্জে হারলেন কয়রা-পাইকগাছার এমপি নুরুল হক
জয়নাল ফরাজী কয়রার পর এবার পাইকগাছাও হাতছাড়া হলো খুলনার আওয়ামীলীগের। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রশীদুজ্জামানকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক এমপি এ্যাড. বাবর আলী।
ভাইস চেয়ারম্যান ২টি পদেও বিজয়ী হয়েছেন ১৯ দলীয় জোটের প্রার্থীরা। আর এতে কঠিন চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন স্থানীয় আওয়ামীলীগের সংসদ সদস্য এ্যাড. শেখ নুরুল হক। তার নির্বচনী এলাকা কয়রা-পাইকগাছা দুটি এলাকাতে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। কয়রায় নির্বাচিত হয়েছিলেন জামায়াতের তমিজ উদ্দিন, আর গতকাল অনুষ্ঠিত ভোটে পাইকগাছায় ৫৯ হাজার ১শ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাবর আলী।
সুত্রমতে-১০ ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা পরিষদ। উপজেলায় মোট ভোটার সংখ্যা লাখ ৮৫ হাজার ৬০৩, যার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ মহিলা ৯২ হাজার ১৩৭।
১ম ধাপের উপজেলার নির্বাচনে কয়রায় জামায়াত প্রার্থী নির্বাচিত হওয়ায় পাইকগাছা নির্বাচন চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছিল স্থানীয় সংসদ সদস্যের কাছে। জোর প্রচারনা, গণসংযোগ, স্থানীয় এমপি থাকা সত্ত্বেও ১৯ দলীয় জোট প্রার্থীর কাছে ভরাডুবি হতাশায় ফেলেছে খুলনা জেলা আওয়ামীলীগকে। নির্বাচনের আগের দিন গত শুক্রবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাড়িয়ে আওয়ামীলীগ প্রার্থীকে সমর্থন দেওয়ায় সে সময় অনেকটা স্বস্তিতে ছিল আওয়ামী লীগ। তবে সব স্বস্তি গতকাল রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার সাথে সাথেই ভণ্ডুল হয়ে যায়।
এদিকে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা গতকাল রাতে প্রতিবেদককে বলেন ১৯ দলীয় জোটের একক প্রার্থী থাকায় তার জয়লাভ করেছে। লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরীক সিপিবি প্রার্থী দেওয়া, জাপা প্রার্থী থাকা ইত্যাদি কারনেই আমাদের এরকম পরাজয়।

Comments