স্বপ্নকন্যা


স্বপ্নকন্যা

মোঃ জয়নাল ফরাজী


যার দু'চোখে স্বপ্ন ভাসে
গোলাপ ফোটা হাসি,
মন যে চায় সারাজীবন
তাকেই ভালোবাসি।

মনের ঘরে বাস করে সে
দিবস ও রজনী,
সে যে আমার এই জীবনের
অরণ্য রানী।

লম্বা কালো চুলে তাকে
লাগে চমৎকার,
স্বপ্নকন্যার চাহনীতে
আমি যে চুরমার।

স্বপ্নকন্যা স্বপ্ন দেখায়
কিসের মায়াজালে,
দোদুল্যমান থাকতে গিয়ে
স্বপ্ন ভেঙে ফেলে।

নিজের ইচ্ছায় কাছে আসে
সময়ের প্রয়োজনে,
ইচ্ছা করেই হারিয়ে যায়
অদৃশ্যতার টানে।

স্বপ্নকন্যা ভালো থেকো
সুখের পায়রা হয়ে,
কষ্ট হলেও পাশে রবো
এসব কিছু সয়ে।

তারিখ : ১৩ এপ্রিল ২০২০ইং
সময় : রাত ১. ৩৩ মিনিট

Comments